হোম কোয়ারেন্টাইনে অমান্য করায় রাঙামাটিতে বিদেশ ফেরত ১জনকে জরিমানা ও ৩জনকে সর্তক

Published: 21 Mar 2020   Saturday   

করোনা ভাইস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করে যত্রতত্র ঘুরে বেড়ানোর অপরাধে বিদেশ ফেরত একজনকে ১জনকে দশ হাজার টাকা জরিমানা ও ৩জনকে সর্তক করেছেন। শনিবার শহরের আমানতবাগসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


এদিকে, গেল ১মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিদেশ থেকে ২৬৭জন রাঙামাটিতে ফেরত আসলেও হোম কোরান্টোইনে মাত্র ৪৩জন রয়েছেন বলে জানা গেছে।


জানা যায়, জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত জানতে পারে শহরের আমানতবাগ এলাকায় সৌদি আরব থেকে দেশে ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। এই অপরাধে ভ্রাম্যমান আদালত ওই বিদেশ ফেরত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও তার বাড়ীর মালিককে সর্তক করা জয়। এছাড়া ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের রাঙাপানি এলাকায় আরো দুজন বিদেশ ফেরত ব্যক্তিকে সর্তক করেন এবং তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।


জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান,শুক্রবার রাতে বিদেশ ফেরত কয়েকজন রাঙামাটি শহরের কলেজ গেইটের আমানতবাগ এলাকাসহ কয়েকট স্থানে অবস্থান করছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে জরিমানা ও সর্তক করা হয়েছে। তারা আইন না মানলে তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এদিকে ইমিগ্রেশনের হিসাব অনুযায়ী ১মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিদেশ ফেরত ২৬৭জন রাঙামাটিতে আসলেও হোম কোরান্টোইনে রয়েছেন মাত্র ৪৩জন। জেলা সিভিল সার্জন কার্যালয় দাবী করেছে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় আইসোলেশন সেন্টার হিসেবে ইতোমধ্যে রাঙামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা ও চম্পকনগরস্থ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যার বেড প্রস্তত রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত