ফেসবুকে করোনায় মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে খাগড়াছড়িতে গ্রেফতার ৩

Published: 22 Mar 2020   Sunday   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে রোববার খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত তিন জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।


গ্রেফতারকৃতদের খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শনিবার বিকালে ও রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে এ তিনজনকে আটক করে। গ্রেফতারকৃত হচ্ছেন, মানিকছড়িতে আমির হোসেন, দীঘিনালায় সুজন দাশ ও মিন্টু চৌধুরী।


এ ব্যাপারে খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ তার দপ্তরে প্রেস ব্রিফিং-এর আয়োজন করে এসব তথ্য জানান। প্রেস ব্রিফিং এ তিনি আরো বলেন গুজবে কান না দিয়ে সকলকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন। এবং করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য পুশিল প্রশাসন কাজ করছে বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত