করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরকল সদরে জীবাণু নাশক স্প্রে

Published: 27 Mar 2020   Friday   

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শুক্রবার বরকলে বাজারছেদ,থানাসহ বিভিন্ন স্থানে  জীবাণুনাশক স্প্রে  করা হয়েছে।

 

বরকলের পুলিশ, সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি ),মাধ্যমকর্মীদের যৌথ উদ্যোগে  এই জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।  

 

বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে  এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ অাব্দুল হান্নান পাটোয়ারী, উপজেলা প্রেস ক্লাব সদস্য নিরত বরন চাকমা বরকল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মোঃ আবু বক্কর বরকল ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মোঃ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অফিস ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, বরকলকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসন, অাইনশৃঙ্খলাবাহিনী, গণমাধ্যমকর্মী ও সীমান্ত রক্ষা বাহিনীসহ যৌথভাবে কাজ করে যাচ্ছেন।  বরকলে জনসমাগম এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সতর্কতামূলক প্রচারাভিযান অব্যহত রয়েছে। 

--হিলৈবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত