খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পূনর্গঠিত অন্তবর্তীকালীন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের এক বছর পর খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীকে চেয়ারম্যান এবং ১৪ নেতাকে পরিষদের সদস্য পদে মনোনয়ন দিয়েছে সরকার।
রোববার সকালের দিকে পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে নব নিযুক্ত চেয়ারম্যান কংজরী চৌধুরী, পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ সালাউদ্দিন, পরিষদ সদস্য জাহেদুল আলম, মংক্যচিং চৌধুরী, নির্মলেন্দু চৌধুরী, রে¤্রাচাই চৌধুরী, মোঃ আব্দুল জব্বার, খগেশ্বর ত্রিপুরা, এডভোকেট আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, সতীশ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জুয়েল চাকমা, শতরুপা চাকমা, নিগার সুলতানা, উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার গত ২৫ মার্চ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন পরিষদ পূনর্গঠন করার সরকারী ঘোষণা জারি করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.