খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পূর্নগঠিত প্যানেলে সদস্যপদ প্রত্যাখান করেছেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।
রোববার সকাএে অর্ন্তবর্তীকালীন পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও ১৩ সদস্য দায়িত্বভার গ্রহন করলেও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের একাধিক সূত্রে রণবিক্রম কিশোর ত্রিপুরা সদস্যপদ থেকে পদত্যাগ করবেন এমন খবরও চাউর হয়। তবে প্রভাবশালী এ আওয়ামীলীগ নেতা জানিয়েছেন, তিনি জানেন না তাকে সদস্য করা হয়েছে।
রণবিক্রম কিশোর ত্রিপুরা আরও জানান, স্থানীয় সংসদ সদস্যর কাছে আমি চেয়ারম্যান পদে নিযুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু তিনি আমাকে সদস্য পদের সুপারিশ করায় আমি বিস্মিত হয়েছি। তাছাড়া নব-গঠিত পরিষদের সকলেই রাজনৈতিকভাবে এবং বয়সে আমার অনেক জুনিয়র। তবে এ ব্যাপারে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার কোন মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ফারহানা হায়াতের স্বাক্ষরিত চেয়ারম্যান-সদস্যদের নামের তালিকা ফ্যা´যোগে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রেরণ করা হয়। এ তালিকা পৌঁছার পর থেকেই রণ বিক্রম ত্রিপুরার সদস্যপদে যোগ দেয়া, না দেয়া নিয়ে নানা রকম কানাঘুষা চলে আসছিল।
রণ বিক্রম ত্রিপুরা মহান মুক্তিযুদ্ধের সময়কালে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৮৯ সালের ২৫ জুন বহুল আলোচিত জেলা পরিষদের প্রথম নির্বাচনে সদস্য নির্বাচিত হন। এরপর একটানা ২০০১ সাল পর্যন্ত তিনি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.