জুরাছড়িতে দুর্বৃত্তদের গুলিতে বনযোগী ইউপি মেম্বার হেমন্ত চাকমা নিহত

Published: 11 Apr 2020   Saturday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বনযোগী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নিহত হয়েছে। তার নাম হেমন্ত চাকমা(২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। 

 

স্থাণীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জুরাছড়ি উপজেলা সদরের টিএন্ডটি এলাকার ধামাই পাড়ার বনযোগী ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার হেমন্ত চাকমা তার এক আত্বীয়ের বাসায় নিমন্ত্রন খেতে যান। এসময় রাত ১১টার দিকে এক দল দুর্বৃত্ত বাড়ীতে প্রবেশ করে হেমন্ত চাকমাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে মৃত্যর নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার পিতার নাম বিধু চাকমা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।  তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।


জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে বনযোগীছড়া ইউপির এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন বলে শুনেছি। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত