খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে নরোত্তম দাশ বৈষ্ণব ও সম্পাদক পদে সজল দাশ নির্বাচিত হয়েছেন।
রোববার খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক পদে এরা বিজয়ী হন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নরোত্তম দাশ বৈষ্ণব নির্বাচিত হন। তবে প্রতিদ্বন্ধিতা থাকায় গোপণ ব্যালটের মাধ্যমে সম্পাদক পদে সজল দাশ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন তাজুল ইসলাম। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন- জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে.এম ইসমাইল হোসেন। এর আগে জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাজেপ সদস্য জাহেদুল আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, পাজেপ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, উপ-দপ্তর সম্পাদক ও পাজেপ সদস্য জুয়েল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের কাউন্সিল সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় কাউন্সিল অধিবেশন অংশগ্রহণকারী সকল নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, পুলিশ প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নব কমিটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়ন ও বিএনপি-জামায়াতের সহিংস কর্মকান্ড রোধে নব কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি। পরে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নব নির্বাচিত সদর উপজেলা যুবলীগের নেতাকর্মী ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এর আগে পৌর শহরে আনন্দ মিছিল বের করে সদর উপজেলা যুবলীগের নব-নির্বাচিত কমিটির সদস্যরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.