বান্দরবান জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন

Published: 29 Mar 2015   Sunday   

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহন করেছেন। রোববার জেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সদস্যরা দায়িত্ব গ্রহন করেন।

 

গত ২৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন কমিটির গেজেট প্রকাশ করা হয়। এতে মহিলা সদস্যসহ নতুন আরো ১০জন সদস্য অর্ন্তভুক্ত করা হয়েছে। এর আগে চেয়ারম্যানসহ পাঁচজন সদস্য নিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। 

 

 জেলা পরিষদ মিলনায়তনে নতুন জেলা পরিষদ সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিগেড কমান্ডার নকীব আহমেদ চৌধুরী, পিএসসি, ৬৯ পদাতিক ডিভিশন, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমেনুর রশীদ আমীন, জেলা পুঁলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্মী প্রমুখ।

 

তৃতীয়বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন ক্য শৈ হ্লা। নতুন চেয়ারম্যানকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন ব্রিগেড কমান্ডার নকীব আহমেদ চৌধুরী। চেয়ারম্যানকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও জেলা পুঁলিশ সুপার। এরপর নতুন জেলা পরিষদ চেয়ারম্যান ফুলের তোরা দিয়ে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের সদস্য হিসেবে বরণ করে নেন কাজী মো: মজিবর রহমান, ক্য সা প্রু, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জুয়েল বম, সিং ইয়ং ¤্রাে, থোয়াইচাহ্লা মার্মাকে। এছাড়া জেলা পরিষদে একেবারে নতুন সদস্য হিসেবে লক্ষীপদ দাস, ক্যাউচিং চাক, জহিরুল ইসলাম, ফিলিফ ত্রিপুরা, থোয়াইহ্লা মার্মা, ¤্রাসা খিয়াং, তিং তিং ম্যা ও ফাতেমা পারুলকেও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নবাগত চেয়ারম্যান।

 

নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রত্যেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি থেকে যেমন প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। তেমনি প্রত্যেক উপজেলা থেকেও প্রতিনিধিত্ব আছে। জেলা পরিষদের উপর নির্ভর করে চেয়ে আছে স্থানীয় জনগণ। তৃণমূল পর্যায়ে উন্নয়ন করার লক্ষ্যে নতুন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি বলেন, একদিনে এলাকার সব চাহিদা পূরণ হওয়ার নয়। সাধ্য অনুযায়ী দায়িত্ব যতদিন আছে তারমধ্যে পূরণ করার অঙ্গিকার করেন। 

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.     

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত