জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের উপলক্ষে ছাত্রলীগের রাঙামাটি সরকারি কলেজ শাখার আনন্দ মিছিল

Published: 29 Mar 2015   Sunday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমা দায়িত্ব গ্রহন উপলক্ষে রোববার আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের রাঙামাটি সরকারি কলেজ শাখা।

  

ছাত্রলীগের রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার দপ্তর সম্পাদক হামিদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমা দায়িত্ব গ্রহন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সড়ক থেকে জেলা পরিষদের কার্যালয় চত্বর পর্ষন্ত আনন্দ মিছিল করা হয়। এসময়  ছাত্রলীগের রাঙামাটি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ নতুন চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে নিয়ে পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন।

 

পরে পরিষদ সন্মেলন কক্ষে ছাত্রলীগের রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা বাংলাদেশ আওয়ামীলীগ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বৃষকেতু চাকমাকে সংবর্ধনা দেন। উক্ত সংবর্ধনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ছাত্র সমাজের উন্নয়ের জন্য সার্বিক সহযোগিতার আশা ব্যাক্ত করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত