খাগড়াছড়িতে ছাত্রলীগের পর মাঠে নামলো কৃষকলীগ

Published: 01 May 2020   Friday   

করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় কৃষকলীগের খাদ্য নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ। শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার বটতলী এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগীতা করেন।

 

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম ইউছুফ আলী জানান, করোনা পরিস্থিতির এ সংকটকালে সারাদেশে শ্রমিকদের সংকট চলছে। এ পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশনায় ও জেলার পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের মতো নেতাকর্মী কৃষকদের সহযোগীতায় মাঠে নেমেছে। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, খাগড়াছড়িতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয় ছাত্রলীগ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত