আবুল হোসেনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

Published: 30 Mar 2015   Monday   

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় আবুল হোসেনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সোমবার খাগড়াছড়িতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

হরতালের সমর্থনে সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করে সংগঠন দুটির নেতাকর্মীরা। শহরের বাস টার্মিনাল এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়কে অবরোধ তৈরী করলে পুলিশ তাতে বাধা দেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতার আশংকায় জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। হরতালের কারনে দুর পাল্লা ও আভ্যন্তরীন সড়কে সব ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল।

 

এক বিবৃতিতে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. আলহাজ্জ আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য বাঙালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহমেদ রাজু এ হত্যার ঘটনায় আঞ্চলিক একটি রাজনৈতিক সংগঠনকে  দায়ী করে হত্যাকারীদেরকে দ্রুত  গ্রেফতারের দাবী জানিয়েছেন।

 

 

নেতৃবৃন্দ বিবৃতিতে শান্তিপুর্ণভাবে হরতাল পালন করায় জেলাবাসীকে অভিনন্দন জানিয়ে নিহত পরিবারকে ক্ষতিপূরণসহ বামা গোমতি এলাকাসহ পার্বত্য জেলার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সেনাক্যাম্প স্থাপন এবং সরকারের গৃহীত সিদ্ধান্ধমতে পার্বত্য এলাকায় কম্পিং অপারেশনের মাধ্যমে সস্ত্রাসীদের নিকট থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি  আহ্বান জানিয়েছেন।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার মাটিরাঙা উপজেলার দূর্গম বামা গোমতি এলাকায় চাদা দিতে অস্বীকৃতি জানালে একদল সন্ত্রাসী আবুল হোসেন গুলি করে। পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত