কাউখালীতে নমুনা শষ্য কর্তন কার্য্যক্রমের উদ্ধোধন

Published: 11 May 2020   Monday   

রাঙামাটির কাউখালীতে  সোমবার নমুনা শষ্য কর্তন কার্য্যক্রমের উদ্ধোধন করাা হয়েছে।

 

জলার কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপজেলার ১নং বেতবুনিয়া  মডেল ইউনিয়নের পাহাড়ী প্রত্যন্ত গ্রাম সাপমারা গ্রামের কৃষক হ্লাপাই প্রু মারমার দান ক্ষেতে এই নমুনা শষ্য কর্তন কার্য্যক্রমের উদ্ধোধন করেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) কাজি শফিকুল ইসলাম, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাশিদুজ্জামান ইমরান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার দিপায়ন বড়ুয়া। 

 

 জেলা কৃষি অধিদপ্তর জানায়, রাঙামাটির দশ উপজেলায় এবছর মোট ৭১৪৫ হেক্টর জমিতে বেরো  ধানের  আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধানের ফলন হয়েছে ৩০৪০ হেক্টও জমিতে। এতে  প্রতি হেক্টও জমিতে উৎপাদন ধরা হয়েছে ৪.৮ মেট্রিক টন। উবশি ধানের ফলন হয়েছে ৪১১৫ হেক্টও জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন ধরা হয়েছে ৩.৭ মেট্রিক টন। ব্রি হাইব্রিড ধানের ফলন হয়েছে প্রতি হেক্টরে ৮.৫ মেট্রিক টন। এতে প্রতি হেক্টরে  জমিতে উৎপাদন ধরা হয়েছে ৫.৬৬ মেট্রিক টন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত