রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সাথে মঙ্গলবার পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীদের পরিচিতি সভার আয়োজন করা হয়।
পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন পরিষদের মূখ্য নির্বঅহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, মোঃ জানে আলম, ত্রিদীব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুবীর কুমার চাকমা,অমিত চাকমা (রাজু), সাধন মনি চাকমা, থোয়াই চিং মারমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, জেবুননেছা রহিম, সান্তনা চাকমা। পরিষদের কর্মচারীদের পক্ষ থেকে অমর কান্তি চাকমা, আবদুল শুক্কুর, মুরতী সেন চাকমা, আবুল মনসুর চৌধুরী ও কংচাই মারমা।
সভায় পরিষদ চেয়ারম্যান পরিষদের অতীতের সকল ভুল দ্রুান্তি, দোষ ভুলে আমাদের সবাইকে সমন্বয়ের মাধ্যমে এ অঞ্চলের অবহেলিত মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন মেধাকে প্রাধান্যে দিয়ে আমাদের পরিষদের সকল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। কাউকে কোন ধরনের লেনদেনের মাধ্যমে নিয়োগের খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.