খাগড়াছড়ি পানখাইয়া পাড়ার এলাকাবাসী প্রতিবাদের মুখে ছড়ার খনন কাজের উদ্ধোধন করলেন পৌর মেয়র

Published: 31 Mar 2015   Tuesday   
no

no

খাগড়াছড়ি পানখাইয়া পাড়ার এলাকাবাসী প্রতিবাদের মুখে ছড়ার খনন কাজের উদ্ধোধন করলেন পৌর মেয়র

খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার এলাকাবাসী প্রতিবাদের মুখে ছড়ার খনন কাজের মঙ্গলবার উদ্ধোধন করেছেন মেয়র রফিকুল আলম।

এদিকে, ”নিরীহ কৃষক বাচাও কৃষিজ জমি বাচাও’, ও ”ঝর্ণা ধারার প্রকৃতির স্বচ্ছ পানির খাল বাচাঁও-পরিবেশ বাচাঁও-দেশ বাচাও” এবং খান খননের নামে জবর দখল করে পৌর সুপার মার্কেট নির্মানের প্রতিবাদে মানবন্ধন করেছে এলাকাবাসী। ।

মঙ্গলবার খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার ছড়ার খনন কাজের উদ্ধোধন করেন মেয়র রফিকুল আলম। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী রফিক উদ্দিন, এ্যাড রতন কুমার শীল, সনাতন কল্যান পরিষদের নেতা শিবু শংকর দেব, পাজেপ সাবেক সদস্য পুরুষোত্তম চাকমাসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন । তবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত থাকার কথা থাকলেও উদ্ধোধন অনুষ্ঠানে কেউ আসেননি ।

এদিকে সকালে সচেতন এলাকাবাসী ও জমির মালিকদের উদ্যোগে অবৈধ উচেছদের হীন প্রচেষ্টার প্রতিবাদে মানব›দ্ধন করেছেন । ”নিরীহ কৃষক বাচাও কৃষিজ জমি বাচাও’, ও ”ঝর্ণা ধারার প্রকৃতির স্বচ্ছ পানির খাল বাচাও-পরিবেশ বাচাও-দেশ বাচাও”এবং খান খননের নামে জবর দখল করে পৌর সুপার মার্কেট নির্মানের প্রতিবাদে এ মানবন্ধন আয়োজন করা হয় । প্রতিবাদী মানবন্ধনে সংহতি বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি অভিক ত্রিপুরা, বাংলাদেশ সমাজতান্তিক ছাত্র ফ্রন্টের নেতা মোঃ নাজির হোসেন, প্রগতির মারমা ছাত্র সমাজের খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সভাপতি উক্যচিং মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল(বিএমএসসি)’র জেলা শাখা কমিটির সভাপতি সাপ্র“ মারমা, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক সাথৈই মারমা আপ্র“শি সাংগঠনিক সম্পাদক, ক্ষতিগ্রস্ত মালিক মৃদুলশীল, মল্লিকা বড়–য়া, এলাকাবাসী চাইহ্লাপ্র“ মারমা মংবলি ।

এর আগে পানখাইয়া পাড়া সড়ক সংলগ্ন খাগড়াছড়ি ছড়া খননের নামে অবৈধ উচ্ছেদ এবং ছড়ার উপর পৌর মার্কেট নির্মানের অপচেষ্টা বন্ধ করার দাবীতে সচেতন এলাকাবাসী ও জমির মালিকদের পক্ষে চাইহ্লাপ্র“ মারমা, রতন চৌধুরী, শান্তি লাল কর স্বাক্ষরিত খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক বরাবারে আবেদন জানিয়েছেন। 

ক্ষতিগ্রস্থ এলাকাবাসী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি ছড়া সংলগ্ন ভূমির মালিক ও সচেতন নাগরিক ও প্রজা বৃন্দ ক্ষতিগ্রস্ত হতে চলেছে। এর কারণে অবৈধ উচ্ছেদ বন্ধ এবং পৈৗর মার্কেট নির্মানের নামে ব্যাক্তি মালিকানাধীন ভূমি দখল বন্ধ করার জোর দাবী জানান।

আবেদনে উল্লেখ করা, খাল সংলগ্ন সকল ভূমি খতিয়ান ভূক্ত জায়গা, কোন খাস ভূমিনেই। বর্তমানে নাসি/ ছড়া  যা আছে (১র্০-র্র্০) তাও ভূমির মালিকগন কর্র্তৃৃক প্রদত্ত । শুধুমাত্র কৃষি কাজের সুবিধার্থে এ ছড়া খনন করা হয়েছে ভূমির মালিকদের খতিয়ান ভূক্ত অংশ থেকে ভূমি নিয়ে। বর্তমানে পানখাইয়া পাড়া সড়ক ২র্০(বিশ ফুট) দেখানো হলেও রাস্ত রক্ষার্থে রিটার্নিং ওয়াল করার সময় এ খালের ভেতর ৫ফুট জায়গা নিয়ে নির্মান করা হয়েছে। পরবর্তীতে ভূমির মালিকগনের নিকট থেকে জায়গা নিয়ে ছড়া খনন করা হয়েছে। এমতাবস্থায় সরকারী কানুনগো কর্তৃক পুনঃপরিমাপ পূর্বক জমিতে সেচের ব্যবস্থা নিশ্চিত করেছেন।

 আবেদনে আরও বলা হয়, এ অবস্থায় ছড়ার উপরে পৌর মাকের্টের  নামে স্থাপনা নির্মিত হলে কৃষকগন শেষ নির্ভর কৃষি কাজ বন্ধ হয়ে যাবে, ভূমির মালিকগন ভূমি হতে উচ্ছেদ হবে,এবং বর্ষাকালে পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে ছড়া সংলগ্ন এলাকা মধূপুর, পানখাইয়া পাড়া,নয়নপুর অপর্ণা চৌধূরী পাড়া,আনন্দ নগর সহ বিভিন্ন পাড়া জলবদ্ধতার কারণে পানিবন্দী হয়ে পড়বে। পরিবেশ মারাত্মক বিপযয়ের সম্মুখীন হবে। এতে স্বচ্চ ছড়াটি নর্দমায় পরিনত হবে। জনগনের দূভোগ বাড়াবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত