জুরাছড়িতে সেনা বাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে সহায়তা প্রদান

Published: 31 May 2020   Sunday   

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনী উদ্যোগে রোববার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। এ সবের মধ্যে ছিল চাল, ডাল, তৈল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

 

জুরাছড়ি বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে দুস্থদের মাঝে সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি। এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমাসহ জোনের পদস্থ্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে যুদ্ধ করছে মানুষ, মহামারি এই ভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশব্যাপী চলছে প্রচেষ্টা। লকডাউন খুলে দেওয়া হলেও বৈশি^ক করোনা সংক্রামন থেকে পরিবার, সমাজ ও নিজেকে সুরক্ষা রাখতে স্বাস্থ্য বিধি মেনে সচেতনতার বিকল্প নেই।


তিনি আরো বলেন যে কোন দুর্যোগ মহূর্তে সেনা বাহিনী প্রান্তিক জনগোষ্ঠীদের সহযোগীতার পাশাপাশি শান্তি ও প্রসম্প্রীতি স্থাপনে কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত