লামায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Published: 31 Mar 2015   Tuesday   

‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বান্দরবানের লামায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষ্যে উপজেলা সদরে  এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লামা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লামা ইনচার্জ সৌমিত্র পাল, নারী নেত্রী জাহানারা আরজু ও আইএইচপিডি’র নির্বাহী পরিচালক মংছিংপ্রু মার্মা বিশেষ অতিথি ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোন দূর্যগের সময় ভীত না হয়ে সাহসিকতার সাথে মোকাবেলা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

আলোচনা শেষে অতিথিবৃন্দ দুর্যোগ বিষয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত