রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন অফিস ভবন উদ্ধোধন

Published: 01 Apr 2015   Wednesday   

বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের নতুন অফিস ভবন উদ্ধোধন করা হয়েছে।

 

শহরের কে, কে রায় সড়কে অবস্থিত রেড ক্রিসেন্টের নতুন অফিস ভবনের উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি বৃষকেতু চাকমা। এ সময়  রাঙামাটি পৌরসভার মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আজীবন সদস্য ত্রিদিপ কান্তি দাশ, পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী ও আজীবন সদস্য জেবুন্নেসা রহিম, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, প্রাক্তন সাধারণ সম্পাদক আকবর হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডাঃ গঙ্গাঁমনি চাকমা, নূরুল আবছার, যুব রেড ক্রিসেন্ট-এর রফিকুল হাসান ভ’ইয়াসহ অন্যান সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোধনকালে  পরিষদ চেয়ারম্যান বলেন, আতœমানবতার সেবায় নিয়োজিত রেড ত্রিসেন্ট সোসাইটি সবসময় যে কোন দূযোর্গপূর্ন এলাকায় সাহায্য সহযোগিতা করে থাকে। এটি মানব সেবার একটি বড় প্রতিষ্ঠান। সেবার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে যুব রেড সোসাইটি গঠনে কাজ করছে। এ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় জেলা পরিষদের পাশাপাশি পৌরসভা ও বিত্তবানদেরএগিয়ে আসার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত