করোনায় রাঙামাটিতে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ জন, মোট আক্রান্ত ৩৬৩জন

Published: 04 Jul 2020   Saturday   

করোনায় রাঙামাটিতে গেল ২৪ ঘন্টায় ১৭ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৬৩ জনের।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিভাসু থেকে ১৭ জনের নমুনার ফলাফলে পজিটিভ এসেছে। এর মধ্যে রাঙামাটি সদরে ১৫ জন, বিলাইছড়িতে ১ জন ও কাউখালীতে ১ জন রয়েছেন।


তিনি আরো রাঙামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২১৩৩ জনের। তার মধ্যে ১৮৯১ জনের নমুনা হাতে পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ জন। জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩২৭৮ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১১১২ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬৬ জন। হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩১৮০ জন। বর্তমান কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত