বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আলপনা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চিত্তরঞ্জন পাল, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূূরুল আবছার ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কর্মকর্তা অমর চান চাকমা প্রমূখ।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্নপয়েন্ট পদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনাসভা শেষে প্রতিবন্ধীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির পরিষদ চেয়ারম্যান বলেন,প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আগামী অর্থ বছরে সরকারের ১টি বাড়ী ১টি খামার প্রকল্পে প্রতিবন্ধীরা যেন অগ্রাধিকার পায় সেদিকে লক্ষ্য রেখে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনা করা হবে।
তিনি রাঙামাটি জেলার প্রতিবন্ধীদের তালিকা অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ হতে হুইল চেয়ার প্রদানেরও আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.