মহালছড়িতে করোনা সংক্রমণ রোধে তথ্য অফিসের প্রচারণা

Published: 09 Jul 2020   Thursday   

খাগড়াছড়ির মহালছড়িতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি রোধে জনসচেতনতামূলক ব্যপক প্রচারনা চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস। 

 

বৃহস্পতিবার দিনব্যাপী মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন, ক্যায়াংঘাট ইউনিয়ন, মুবাছড়ি ইউনিয়ন ও মহালছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে প্রচারনা চালাতে দেখা যায়। প্রচারনার সময় নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তি এবং তাঁর পরিবারের প্রতি সহানুভুতিশীল ও মানবিক আচরন করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।

 

জেলা তথ্য অফিসের ঘোষক রিপু খীসা জানান, গত ২০ জুন থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার কর্মপরিকল্পনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত