রাঙামাটির বরকল উপজেলার সদর ইউনিয়নের কুরকুটিছড়ি বাঙালী পাড়ার মোঃ দাদন আলী (৪৩) নামে এক কৃষক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সেই কুরকুটিছড়ি গ্রামের বাসিন্দা মোঃ হযরত আলীর ছেলে। এ ব্যাপারে বরকল থানায় অপমৃত্য মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার ভোর ৫টায় দ্বিতিয় স্ত্রী সবুজা বেগমের সাথে পারিবারিক ব্যাপারে মনোমালিন্য হলে রাগের বশিভূত হয়ে বাড়িতে রাখা কীটনাশক পান করে দাদন আলী। মুমুর্য অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের পর দাফনের জন্য আত্মীয়দের কাছে দিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এ ব্যাপারে বরকল থানার এসআই মোঃ হাসান জানান- পারিবারিক ব্যাপারে দাদন আলী দ্বিতিয় স্ত্রী সবুজা বেগমের সাথে ঝগড়া করে মনোমালিন্য হলে ক্ষেতের জন্য বাড়িতে রাখা কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.