চালকের উদ্ধারের দাবীতে রাঙামাটি শহরে অটোরিক্সা ধর্মঘটঃ আটক ২

Published: 02 Apr 2015   Thursday   

নিখোঁজ আটোরিক্সা সিএনজি চালক শহীদুল ইসলাম রতনের উদ্ধারের দাবীতে রাঙামাটি শহরে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের অটোরিক্সা ধর্মঘট বৃহস্পতিবার প্রথম দিন পালিত হয়েছে। এতে শহরে অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।


এদিকে পুলিশ অভিযান চালিয়ে কাউখালী উপজেলা ঘাগড়ার চেলাছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরনের সন্দেহে  জালাল(৪২) ও নিরঞ্জন দাশ(৪০) নামের দুজনকে আটক করে।


অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি শহরে অটোরিক্সা ধর্মঘটের প্রথম দিনে বৃহস্পতিবার কোন অটোরিক্সা সিএনজি চলাচল করেনি। এতে শহরের একমাত্র বাহন অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় সাধারন মানুষের চরম দুর্ভোগ পোহাড়ে হয়েছে।


এদিকে, বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ আইনশৃংখলা সভায় এ আহবান জানানো হয়। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মো. সাঈদ তারেকুল হাসানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরপক্ষে ধর্মঘট আহবানকারী রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আহম্মদ অলী, সহ-সভাপতি মো. ইউনুচ, সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান, যুগ্ম-সম্পাদক মো. হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রবি বড়ুয়াসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।


সভা শেষে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, নিখোঁজ চালকের উদ্ধারের বিষয়ে অটোরিকশা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। নিখোঁজের উদ্ধার প্রক্রিয়া জোরদার রয়েছে। আইনশৃংখলা বাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আমরা অটোরিকশা শ্রমিকদের প্রতি ধর্মঘট প্রত্যাহার এবং আইনশৃংখলা বজায় রাখতে সহায়তার আহবান জানিয়েছি। তারা আলোচনা করে পরে ধর্মঘট প্রত্যাহার নিয়ে সিদ্ধান্তের বিষয়টি প্রশাসনকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।


রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আহম্মদ অলী, সহ-সভাপতি মো. ইউনুচ, সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান, যুগ্ম-সম্পাদক মো. হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রবি বড়–য়াসহ অন্যান্য নেতারা জানান, শহীদুল ইসলাম রতন ২৭ মার্চ রাঙামাটি থেকে যাত্রী নিয়ে রাণীরহাট এলাকায় গিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘন্টা সময় দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন নিখোঁজ চালকের কোনো সন্ধান দিতে পারেনি। তাই এ ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন। অটোরিকশা চালক শহীদুল ইসলাম রতন উদ্ধার না হওয়া পর্যন্ত জেলায় অটোরিকশা ধর্মঘট চলবে। তারা আরও জানান, অটোরিক্সা চালককে উদ্ধারের বিষয়ে প্রশাসনের সাথে সন্তোষজনক আলোচনা হয়েছে।


অপরদিকে, পুলিশ নিখোঁজ রতনের মোবাইলের কললিস্টের সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে কাউখালী ইউনিয়নের চেলাছড়া এলাকায় অভিযান চালায়। এসময় অটোরিক্সা চালক অপহরনের ঘটনার সন্দেহে জালাল ও নিরঞ্জন দাশ নামের দুজনকে আটক করে।


রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু ইমতিয়াজ সোহেল সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজ অটোরিক্সা চালক রতনের মোবাইলে কললিস্ট সুত্র ধরে ঘাগড়াথেকে দুজনকে আটক করা হয়েছে।


উল্লেখ্য, অটোরিক্সা চালক শহীদুল ইসলাম রতন গত ২৭ মার্চ রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে রাণীরহাট এলাকা থেকে ফেরার পথে নিখোঁজ হন। নিখোজের পর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রতনকে ৪৮ ঘন্টার মধ্য উদ্ধারের জন্য অল্টিমেটাম দিয়ে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। সর্বশেষ গত মঙ্গলবার রতনের স্ত্রী তার স্বামীকে উদ্ধারের দাবীতে সাংবাদিক সন্মেলন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত