বুধবার বিশ্ব অটিজম সচেনতা দিবস উপলক্ষে বান্দরবানে আলোচান সভা,প্রতিবন্ধি সহায়ক উপকরণ বিতরণ,চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন পুলিশ সুপার দেবদাস ভট্টচার্য্য,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর,পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান,বান্দরবান জেলা সমাজ সেবার কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ,বান্দরবান এলজিডির প্রকৌশলী ক্য লা খৈ। বক্তব্য রাখেন বান্দরবান প্রতিবন্ধি স্কুলের ছাত্র মোঃ রফিকুল ইসলাম,মোঃ জাহিদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সমাজ সেবা অফিসের সিনিয়র শিক্ষক সত্যজিৎ মজুমদার, সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবগ,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছার্ত্রী এবং প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অটিজম শিশু ও ছাত্র-ছাত্রীদের প্রতিবন্ধি সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এর আগে একটি র্যালীবের করা হয়। র্যালীটি জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বর্তমানে শিক্ষকতা পেশায় অনেক প্রতিবন্ধিকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকতা পেশায় নিয়োগ দেয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিবন্ধিদের জন্য সরকার আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। সরকার প্রতিবন্ধি শিশুদের বা ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিটি স্কুলকে সরকারীভাবে নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.