বাঘাইছড়িতে ডিওয়াইএফের নেতাকে আটক ও মহালছড়িতে সম্মেলনে বাধা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ

Published: 03 Apr 2015   Friday   

 

রাঙামাটির বাঘাইছড়ি করেঙ্গাতলী বাজারে  গণতান্ত্রিক যুব ফোরামের(ডিওয়াইএফ) বাঘাইছড়ি উপজেলা শাখা কমিটির সভাপতি অঙ্গদ চাকমাকে আটক এবং মহালছড়িতে  শাখার সম্মেলনের মঞ্চ ভেঙ্গে দিয়ে সম্মেলন ভ-ুল করে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।

 

শুক্রবার গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে বাঘাইছড়ির করেঙ্গাতলী বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে আইন-শৃংখলা বাহিনীর চেকপোস্টে অঙ্গদ চাকমাকে আটক করা হয়। অপর এক ঘটনায় একই দিন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ডিওয়াইএফ-এর উপজেলা শাখার সম্মেলনের মঞ্চ ভেঙে দেয়া হয় ও নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চালানো হয়। ফলে শুক্রবার অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলন ভূন্ডল হয়ে যায়।

 

প্রেস বার্তায় উক্ত ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ আখ্যায়িত করে বলেন, ‘বর্তমান সরকার একটি বিশেষ মহলের কাছে পার্বত্য চট্টগ্রামকে তুলে দিয়েছে, এরাই এখন এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নিরীহ পাহাড়িদের ধরপাকড়, ভীতি প্রদর্শন, গ্রেফতার, নির্যাতন ইত্যাদি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

 

প্রেস বার্তায় অবিলম্বে গ্রেফতারকৃত অঙ্গদ চাকমাকে নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, সভা-সমাবেশে হামলা বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত