খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন `এ` প্লাাস ক্যাম্পেইন প্রস্তুতিতে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা

Published: 30 Sep 2020   Wednesday   

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন প্রস্তুতিতে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার  খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সাংবাদিকদের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ সাংবাদিকদের জানান খাগড়াছড়ি জেলার ৬-১১ মাসের শিশু ১৩ হাজার ৫৩৩ জন শিশু ও ১২-৫৯ মাসের ৮৯ হাজার ৭১০ জন শিশুকে, ১ হাজার ১০টি সেন্টারে প্রায় ১ লক্ষ ৩ হাজার ২৪৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং করোনা কারনে কেউ যেন বাদ না পরে সেদিকে লক্ষ্য রেখে আগামী ৪ অক্টোম্বর থেকে ১৭ অক্টোম্বর পর্যন্ত ১৪ দিন ব্যাপি ক্যাম্পেইন কার্যক্রম চলমান থাকবে।

 

তিনি আরও বলেন করোনা কালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে ক্যাম্পেইন পরিচালনা কর হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, জেলা সিনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা মেমং মারমা, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত