খাগড়াছড়িতে পিসিপির নেতা ও বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে(পিসিপি) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।
পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা তথ্য প্রচার সম্পাদক নিকন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,কতুকছড়ির ইউপিডিএফ জেলা কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি রাংগামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ফটক থেকে মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে মিলিত হয়।
প্রেস বার্তায় বলা হয়, সমাবেশে বক্তারা শনিবার সকালে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিতে মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করা একটি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি একটি যৌক্তিক ও জনগণের দাবি। অথচ প্রশাসন এই যৌক্তিক দাবিতে মিছিল আয়োজনে বাধা ও ধরপাকড় চালিয়ে চরম ফ্যাসিবাদী আচরণ করেছে।
সমাবেশ থেকে অবিলম্বে আটক পিসিপি নেতা রতন স্মৃতি চাকমা ও ডিওয়াইএফ নেতা অঙ্গদ চাকমাকে নিঃশর্ত মুক্তি, নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, পার্বত্য চট্টগ্রামের চলমান ধরপাকড়, নির্যাতন, মিথ্যা মামলা, ভুমি বেদখল ও অঘোষিত ‘অপারেশন উত্তররণ’ বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান। অন্যথায় পাহাড়ি ছাত্র পরিষদ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
একই দাবিতে পিসিপি নানিয়ারচর থানা শাখার উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বক্তব্য রাখেন পিসিপি নান্যাচর থানা শাখার সভাপতি রিপন আলো চাকমা, সদস্য সুজন মনি চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাংগামাটি জেলা শাখার সদস্য মন্টি চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.