চাকমা রাজ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

Published: 13 Nov 2020   Friday   

শুক্রবার রাঙামাটির  চাকমা রাজ বিহারে  কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

 

বিাহর  প্রাঙ্গনে ধর্মালোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙাপানি মিলনপুর বৌদ্ধ বিহারের শাসনা প্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ধর্ম দেশনা দেন মৈত্রী বিহারের আবাসিক ভিক্ষু শিলানন্দ মহাস্থবির, কাটাছড়ি বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু চন্দ্রবংশ মহাথেরো, চাকমা রাজ বিহারের রতন জ্যোতি ভিক্ষু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন  ৮নং পৌর ওয়ার্ডের কমিশনার কালায়ন চাকমা। এসময় পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, বিশিষ্ট আইনজীবি প্রতিম রায় পাম্পু, সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম সত্য প্রসাদ দেওয়ান।

 

ধর্মীয় আলোচনা শুরুর আগে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া সকালের দিকে পঞ্চশীল গ্রহন, অষ্টপরিষ্কার দানসহ নানা দানের কাজ সম্পন্ন করা হয়। সন্ধ্যায় ফানুস উড়ানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত