মহালছড়িতে বাইন্দকপাড়া ধর্মসূখ বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব

Published: 21 Nov 2020   Saturday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাইন্দক পাড়া ধর্মসূখ বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।


দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন বিহার থেকে আগত বিহারাধ্যক্ষগণ সম্মিলিত ভাবে গঠিত ভিক্ষু সংঘ হতে পঞ্চশীল গ্রহন, সকল জীবের হিতার্থে সমবেত ধর্মীয় দেশনা শ্রবণ করা হয়। এছাড়া স্থানীয় নৃত্য শিল্পীদের কল্পতরু নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একইভাবে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান ও চিবর দান করা হয়। বিশ^ শান্তি ও মঙ্গল কামনায় আগত ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা ও সুত্রপাঠ করেন।


বৌদ্ধদের মতে, পৃথিবীর সকল প্রকার দান একত্র করলে তার যে ফল তা একখানি চীবর দানের ফলের ষোলো ভাগের এক ভাগও নয়। তাই বৌদ্ধদের জন্য চীবর দানের গুরুত্ব অপরিসীম।
--হলিবডি২ি৪/সম্পাদনা/সআির.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত