জেলা পরিষদে নবনিযুক্ত সদস্য রেমলিয়ানা পাংখোয়াকে বিলাইছড়িবাসীর সংবর্ধনা

Published: 07 Apr 2015   Tuesday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নবনিযুক্ত সদস্য  রেমলিয়ানা পাংখোয়াকে বিলাইছড়ি উপজেলার শাখা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

 

রোববার বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। 

 

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, যুগ্ন- সম্পাদক চাথোয়াই মারমা, সাধারন সম্পাদক শেখ শাহীদুল ইসলাম, যুগ্ন: সম্পাদক শুভাশীষ কর্মকার, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক  সম্পাদক প্রহর কান্তি চাকমাসহ বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নের্তৃবৃন্দ।

 

অনুষ্ঠিত  সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ শাখার সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়াকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিসেবে নিযুক্ত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ কমিটির সভাপতি দীপংকর তালুকদারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

 সংবর্ধিত অতিথি ও নব-নিযুক্ত জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত¦ পালনে যাতে সুষ্ঠ, ও যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত