আলীকদমে এক কিশোরীর আত্মহত্যা

Published: 08 Apr 2015   Wednesday   

পার্বত্য বান্দরবানের আলীকদমে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরীর আত্মহত্যা করেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, উপজেলার আনোয়ার হোসেন চৌধুরী কলোনীর ভাড়াটিয়া কালু মিয়ার মেয়ে রাবেয়া বেগম (১৫) নিজের থাকার কক্ষে ঘরের বীমের সাথে ওড়না পেছিয়ে আতœহত্যা করে।  রাবেয়া বেগম আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী । বান্দরবান সদর হাসপাতালে লাশ ময়না তদন্তের পর আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আলীকদম থানা এস আই মোঃ বেলাল ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এটি একটি আত্মহত্যা। প্রেম ঘটিত বিষয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে কার সঙ্গে তার প্রেম ছিল এবিষয়ে এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত