থানছিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

Published: 08 Apr 2015   Wednesday   

বান্দরবানে থানছিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুশি ত্রিপুরা নামে (৪০) এক আদিবাসি কৃষক নিহত হয়েছে।  বুধবার ভোর রাতে তাকে নাফাকুম এলাকায় হত্যা করা হয়। তার বাড়ি থানছি উপজেলার রেমাক্রি ইউনিয়ন এলাকার নাতিরাম পাড়ায়।

 

নিহতের ভাই থানছি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা জানান, ভোর রাতে তার ভাই মুশি ত্রিপুরার বাসায় একদল ডাকাত ঢোকে। পরে বাসায় টাকা পয়সা না পেয়ে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে সে মারা যায় ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানছি থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলি জানান,  হত্যাকারীদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত