রাঙামাটিতে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

Published: 01 Jan 2021   Friday   

করোনা পরিস্থিতির কারণে এইবার বই উৎসব না হলেও বিশেষ ব্যবস্থায় রাঙামাটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।


নতুন বছরের প্রথম দিনে শুক্রবার সকালে জেলা শিক্ষা অফিস এর তত্বাবধানে ও স্কুল কমিটিগুলোর ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে ছোট্ট পরিসরে বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।


রাঙামাটি জেলার প্রায় ৭০০ প্রাক প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।


তিনি জানান, যেহেতু করোনা ভাইরাস সংক্রামণ এড়াতে এইবার বই উৎসবের মাধ্যমে বই বিতরণ করা যাচ্ছেনা। তাই বছরের প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন ধরে শ্রেণী ভিত্তিক ধাপে ধাপে বই বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত