জুরাছড়ির তারাবুনিয়া গ্রামে খামারির বাঁশ বেতের খাঁচা তৈরি

Published: 04 Jan 2021   Monday   

গৃহপালিত মোরগ-মুরগী লালন পালন করতে শহরের খামারিরা লোহার খাঁচা বা খামারের বাড়ী তৈরি করে থাকে। অন্যদিকে পাহাড়ের  দূর্গম এলাকায় বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীরা জঙ্গলী বিড়াল, শিয়াল বা অন্যান্য জন্তুদের হাত থেকে তাদের গৃহপালিত মোরগ- মুরগীগুলোকে রক্ষা ও লালন পালন করে থাকে ভিন্ন পন্থায় । বন থেকে বাঁশ সংগ্রহ করে সেই বাঁশ ও বেত দিয়ে তাদের নিজস্ব  কারিগরী দক্ষতা দিয়ে তৈরি করে এক ধরনের খাঁচা এবং সেটি রাখা হয় কোন উচুঁ স্থানে যেখানে সুরক্ষায় বেড়ে উঠে তাদের  গৃহপালিত মোরগ- মুরগীগুলো। রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার ৩নং মৈদং ইউনিয়ের শুকনা তারাবুনিয়া গ্রামে এক খামারিকে বাঁশ বেতের খাঁচা তৈরি করতে দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন-লিটন শীল। 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত