কাউখালীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী কামাল আটক

Published: 09 Apr 2015   Thursday   

রাঙামাটির কাউখালী থানা পুলিশ চোরাচালান মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কামাল উদ্দিনকে আটক করেছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(২) ধারায়  এ কারাদন্ডের আদেশ দেয়া হয় ।

 

কাউখালী উপজেলা সদরের হাসপাতাল এলাকায় জনৈক মুজিবুল হকের বড় ছেলে কামাল(৪৫) ঢাকা মেট্রো- ট-১৪২৪৬০ নম্বরের কাভার্ড ভ্যানের চালক। বৃহস্পতিবার দুপুরে কাউখালী থানার এসআই অভিযান চালিয়ে কামালকে নিজ বাড়ি থেকে আটক করেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানায়, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি তার বিরদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় মামলায় (নম্বর-১১৭) রুজু হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কুমিল্লা স্পেশাল ট্রাইবুনাল আদালত এক রায়ে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

--হিলিবিড২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত