শনিবার খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন, ভোট গ্রহন হবে ইভিএমে

Published: 15 Jan 2021   Friday   

শনিবার খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ভোট কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এবার ইভিএম এর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে খাগড়াছড়ি পৌর সভায় মেয়র পদে মোট ৪ জন এবং প্রার্থী সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।


জানা গেছে, এবার খাগড়াছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপি প্রার্থী ইব্রাহীম খলিল, জাতীয় পার্টিও ফিরোজ আহমেদ ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল আলম। সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইতোমধ্যে ১ নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় অতিশ চাকমা নির্বাচিত হয়েছেন।  খাগড়াছড়ি পৌর সভার মোট ভোটার রয়েছে ৩৭ হাজার ৮৭জন। এর পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১জন ও মহিলা ভোটার হচ্ছেন ১৬ হাজার ৭৩৬ জন।


এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠ থেকে কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জামাদি যার যার কেন্দ্রে নিয়ে গেছেন।


জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা থাকবেন। কেন্দ্রেও বাইরে ও পৌর এলাকায় সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি, র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।


জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ জানান, শনিবার নির্বাচনের জন্য সরকল নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আশা করছি একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।


--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত