পেনশনারদের দূর্ভোগ উৎসব ভাতা না পাওয়ার অভিযোগ

Published: 11 May 2021   Tuesday   

ইএফটি হওয়ার পর থেকে খাগড়াছড়ি জেলার পেনশনাররা নানা ধরণের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের মধ্যে অনেকেই এবছর বৈসাবি উৎসব উপলক্ষে উৎসব ভাতা থেকে বঞ্চিত হন। এছাড়া কেউ কেউ পাননি নববর্ষ ভাতাও। এর বাইরে লাইভ ভেরিফিকেশন এর কারণ দেখিয়ে বহু পেনশনার নিয়মিত পেনশন সুবিধাও পাচ্ছেন না।

জানা গেছে, ইএফটি হওয়া জেলার ৯‘শ পেনশানারের মধ্যে এখনো প্রায় আড়াই শ বয়স্ক নারী-পুরুষ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা কয়েক মাস ধরে পেনশান সুবিধা পাচ্ছেন না। অফিসিয়াল বিভ্রান্তির মধ্যে বয়স্ক মহিলা ও পুরুষরা দূর্ভোগ পোহাচ্ছেন। যাদের লাইভ ভেরিফিকেশন শেষ হয়েছে তাদের মধ্যেও অনেকের মাসিক পেনশান অনিয়মিত হয়ে গেছে।

এদিকে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভূক্ত পেনশনারদের বৈসাবি উপলক্ষে উৎসব ভাতা এবার দেয়া হয়নি। অবশ্য কিছু কিছু পেনশনার তা পেয়েছেন বলেও শোনা যাচ্ছে। ইএফটি হওয়ার প্রেক্ষিতে উৎসব ভাতা প্রদানে ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মূলত: পাহাড়িরা বৈসাবিতেই উৎসব ভাতা পেয়ে থাকেন। অথচ এবছর তা না পাওয়ায় বহু দরিদ্র পেনশনার বৈসাবি উৎসব পালন করতে পারেননি।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির খাগড়াছড়ি শাখার সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা জেলার পেনশনারদের বিদ্যমান বিভিন্ন অসুবিধা লাগবে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি পেনশনারদের উদ্ভুত সমস্যা সমাধানে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট এর চীপ একাউন্টস এন্ড ফিনেন্স অফিসার বরাবরে তিনদফা দাবী সম্বলিত আবেদন পাঠিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির খাগড়াছড়ি শাখা।

দাবীসমূহ হলো- প্রতি মার্চ মাসের সাথে আগের মত উৎসব ভাতা প্রদান, ইএফটি জটিলতায় বন্ধ রাখা পেনশান দ্রæততম সময়ের মধ্যে ছাড় দেয়া এবং লাইভ ভেরিফিকেশন তথ্য দ্রæততম সময়ের মধ্যে নিস্পত্তি করা।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত