সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান

Published: 05 May 2021   Wednesday   

খাগড়াছড়িতে পানছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক এস. চাঙমা সত্যজিত এর উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন জেলার পেশাজীবি সাংবাদিকরা।

বুধবার সকালে শহরের খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ের সামনে, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত অংশ গ্রহন করেন ।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক নুরুল আজম, আবু দাউদ, সৈকত চাকমা, এস চাঙমা সত্যজিত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পানছড়ির স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন তার লোকজন দিয়ে বিনা উস্কানীতে সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ এর উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় পানছড়ি থানায় মামলা করতে গেলে মামলা গ্রহন না করে উল্টো থানার ওসি সমঝোতা করার প্রস্তাব দেন। পুলিশের এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা গ্রহনপূর্বক ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানানো হয়। মানববন্ধন শেষে এর সুস্থ বিচারের দাবীতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়

উল্লেখ্য যে, গত ২৭ এপ্রিল পানছড়ি প্রেস ক্লাবের প্রস্তাবিত জায়গার সাইনবোর্ড লাগাতে গেলে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন তার লোকজন নিয়ে সাংবাদিকদের বাঁধা দেন। এক পর্যায়ে পানছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি এস চাঙমা সত্যজিৎ কে মারধর ও লাঞ্চিত করা হয়।

---হিলবিডি/সম্পাদনা/সিআর

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত