রাঙামাটি বাঘাইছড়ির দুরছড়ি বাজারে আগুন

Published: 25 May 2021   Tuesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দ্বিতীয় বৃহত্তর বাজার দুরছড়িতে ভয়াবহ আগুনে ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে।  এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম সিকদার।

 

সোমবার রাত (২৪ মে) ৯ ঘটিকায় কামার শংকর এর দোকান থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে জানায় পুলিশ। এতে মুহূর্তের মধ্যে আশপাশের ১০ টি  দোকান দুইটি  গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়।  আব্দুর রহিম নামে এক ঝাড়ু  ব্যাবসায়ীর প্রায় ২৫ লক্ষ টাকার ঝাড়ু পুড়ে ছাই হয়ে যায় দাবী করেন তিনি।   এছাড়াও বাজারে অবস্থিত সরকারী প্রতিষ্ঠান টেলিটক অপারেটর কোম্পানির জেনারেটর ও টাওয়ার আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে  বলে জানা গেছে।  সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহয়তায় প্রায় এক ঘন্টা  চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  স্থানীরা জানান বাঘাইছড়িতে কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারনে আগুনে এত ক্ষয় ক্ষতি হচ্ছে।  তারা দ্রুত ফায়ার  সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবী জানান।  ২০১৬ সালেও একবার বাজারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল। উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায়  বার বার আগুনে পুড়ে  ব্যাবসায়ীরা নিঃস্ব হচ্ছে বলে জানান স্থানীয় ও ব্যবসায়ীরা। 

 

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান বাঘাইছড়িতে শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরুর উদ্যোগ নেয়া হবে।

 ---হিলবিডি/সম্পাদনা/এ.ই.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত