খাগড়াছড়িতে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

Published: 25 May 2021   Tuesday   

মহামতি গৌতম বুদ্ধের জীবনে তিনটি অবিস্বরণীয় ঘটনা বহুল শুভ বুদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় গাম্ভীর্য্য ও মর্যাদায় খাগড়াছড়িতে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে এই অবিস্বরনীয় দিনটি উৎযাপন করা হয়।

 

এই দিনে গৌতম বুদ্ধ জন্ম লাভ, বুদ্ধত্ব লাভ ও বুদ্ধের মৃত্যু অর্থাৎ মহা পরিনির্বাণ লাভ করেছিলেন। এ কারণে বৈশাখী পূর্ণিমা কে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ বুদ্ধ পূর্ণিমা হিসেবে অবহিত করে থাকে। বৌদ্ধ ধর্মালম্বীদের মাঝে এই দিনটি খুবই পবিত্র ও পূণ্যের দিন।

 

খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় অবস্থিত শান্তিপুর অরণ্য কুটিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে।   অনুষ্ঠানের মাঝে পঞ্চশীল গ্রহন,  সংঘদান,  অষ্টপরিস্কার দান,  বুদ্ধ মূর্তি দান,  মহা মঙ্গল সূত্র শ্রবণসহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শান্তিপুর অরণ্য কুটিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান ধর্মীয় আলোচক ছিলেন  ভিক্ষু শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির।  এ ছাড়াও অনুষ্ঠানে বহু বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ নর-নারীরা অংশ গ্রহণ করেন।   এছাড়া ও জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনটি পালিত হয়েছে।

 

অনুষ্ঠানে বর্তমান বিশ্বে করোনা মহামারি থেকে পরিত্রাণ লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

 

---হিলবিডি/সম্পাদনা/এ.ই.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত