রাঙামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

Published: 27 May 2021   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে প্রাপ্ত এককালীন অর্থের চেক জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য ইলিপন চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ।


সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যয় বাবদ সর্বমোট ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। একইসঙ্গে মাননীয় প্রধান অতিথি জেলা সমাজকল্যাণ পরিষদ, রাঙামাটিতে বরাদ্দকৃত জুরাছড়ি উপজেলার ৮ পরিবার এবং রাঙামাটি সদরের ১টি পরিবারকে আগুনে বসতবাড়ী পুড়ে যাওয়ায় প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন প্রধান অতিথি।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি স্থানীয় মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাৎক্ষণিক সাড়া দিয়ে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসায় পার্বত্য মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানের কল্যাণে এ অর্থ যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত