পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছন আগামী সংসদ অধিবেশনেই আইন পাশের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ভুমি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই শান্তির অধিকাংশ শর্ত সরকার ইতিমধ্যেই বাস্তবায়ি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সবছেয়ে বড় সমস্যা হচ্ছে ভুমি সমস্যা। সে সমস্যাকে সমাধানের জন্য সরকার ভুমি কমিশন গঠন করে চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে। ভুমি সমস্যা সমাধানে যে সব আইনি জটিলতা রয়েছে আগামী সংসদ অধিবেশনেই তাকে আইনে পরিনত করে সমস্যার সমাধান করা হবে।
শুক্রবার বান্দরবান সদরের ক্যাচিং পাড়ায় বান্দরবান সেনাবাহিনী কতৃক স্থানীয় জনগনের ব্যবহারের জন্য উন্মোক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি,জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর,পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল নাজমুল হক পিএসসি,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পৌর মেয়র জাবেদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় পাড়া কারবারিও বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, সেনাবাহিনী দেশ এবং জাতীর গৌরব। তারা শুধু যুদ্ধই করে না বরং জন সেবামুলক বহু কাজ করে যাচ্ছে। বান্দরবানে সেনাবাহিনী ইতিমধ্যেই প্রত্যান্ত এলাকায় জনসেবা মুলক বহু কাজ করেছে। সেনাবাহিনী জন সেবা মুলক যে সব কাজ করে তা সরকারের কোন অনুদানের টাকা নয়। প্রতিমাসে তাদের বেতনের কিছু কিছু অংশ কেটে নিয়ে তা জনসেবামুলক কাজে ব্যয় করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.