খাগড়াছড়িতে অতিরিক্ত টোল ও চার্জ আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

Published: 24 Jun 2021   Thursday   

 

কৃষিপন্য ও মৌসুমী ফলের উপর জেলা পরিষদ, বাজার ফান্ড ও পৌরসভার অতিরিক্ত টোল আদায় বন্ধ ও এস. এ পরিবহণ এবং কুরিয়ার সার্ভিসে মাত্রাতিরিক্ত চার্জ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি ও মারমা ফলদ বাগান মালিক সমিতি’সহ  কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে খাগড়াছড়ি জেলা শহর শাপলা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মারমা ফলদ বাগান মালিক সমিতির সভাপতি সাবেক কমিশনার আবুশি মারমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু উপদেষ্টা এড. সুপাল চাকমা, সাধারণ সম্পাদক দিবাকর চাকমা, মারমা ফলদ বাগান বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশি চৌধুরী, খাগড়াছড়ি বাজার ফল ব্যবসায়ী সমিতির সদস্য এরশাদ উল্লাহ প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, খাগড়াছড়িতে কোন শিল্প কারখানা নেই। ব্যবসা-বানিজ্যের দিকেও পিছিয়ে পড়া এ জেলায় তরুণ বেকারত্বের হারও বেশি। পাহাড়ের পতিত টিলা ভূমিতে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ বাগান সৃজন  করে নিজের বেকারত্ব দুর ও  স্বাবলম্বী হয়ে কর্মসংস্থান সৃষ্টি করে আসছে স্থানীয়রা। পার্বত্য এই জেলায় কাঁচা মাল সংরক্ষণের জন্য নেই কোন হিমাগার ঘর। ফলে বেশি দিনও সংরক্ষণ করা যায় না। বেশি দিন সংরক্ষণ রাখলে কৃষি পণ্য নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মালিক ও ব্যবসায়ীদের। যারা শহরে পাহাড়ের ফল খায় তারাও টাটকা ও সুস্বাদু ফল খেতে পায়না। অন্য জেলার তুলনায় খাগড়াছড়িতে কৃষি পণ্যে মাত্রাতিরিক্ত টোল আদায়ের ফলে এক মুরগীকে তিন বার জবাই করা হচ্ছে মন্তব্য করে এস. এ পরিবহণ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অতিরিক্ত সার্ভিস চার্জ, খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদ, বাজার ফান্ড ও পৌরসভার অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন বক্তারা। এতে করে ব্যবসায়ের বিপনন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য পাওয়া থেকে অন্যদিকে ভোক্তারাও বেশি দামে ক্রয় করতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

 

মানববন্ধনে বক্তারা খাগড়াছড়ি জেলা পরিষদ ও বাজার ফান্ড ও পৌরসভার অতিরিক্ত টোল আদায় ও এস. এ পরিবহণ এবং কুরিয়া সার্ভিসে মাত্রারিক্ত চার্জ বন্ধের দাবী জানানো হয়। এ সকল বিষয়ে তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন।
বক্তারা আরো বলেন এ বিষয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন বক্তারা।
মানববন্ধনে জেলা বিভিন্ন ফলদ মালিক সমিতির সদস্য, ফলদ বাগাহ মালিকরা  ও ফল ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত