সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটি পৌর এলাকায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরন

Published: 24 Jun 2021   Thursday   

করোনা কালীন সময়ে রাঙামাটি পৌর এলাকার শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।


বৃহস্পতিবার সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে ও রাঙামাটি রিজিয়নের ব্যবস্থপনায় রাঙামাটি মারী স্টেডিয়ামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। এতে শতাধিক অসহায় পরিবারের মাঝে রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস এম আমিনুল ইসলাম, পিএসসি’র নির্দেশনায় ত্রান সহায়তায় তুলে দেন রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন, পিএসসি। এসময় রাঙামাটি সদর জোনের সেনা কর্মকর্তা, সদস্য ও উপকারভোীরা উপস্থিত ছিলেন।


ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাউল সাড়ে ৫ কেজি, আটা ২ কেজি, ডাল আড়াই কেজি, আলু সাড়ে তিন কেজি, লবন ১ কেজি, একটি লুঙ্গি গামছা, একটি গেঞ্জি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত