রাঙামাটি রির্জাভ বাজারে ৫টি দোকান ঘর ভেঙ্গে খাদে পড়ে বিধস্ত

Published: 05 Jul 2021   Monday   

রাঙামাটি শহরের রির্জাভ বাজারে ঝুঁকিপূর্ণ ৫টি দোকান ঘর রাস্তা পাশ থেকে ভেঙ্গে খাদে পড়ে বিধস্ত হয়েছে।


আজ সোমবার সকালে রির্জাভ বাজার আব্দুল আলি একাডেমির সামনে হঠাৎ করে বিকট শব্দ করে দোকান ধ্বসে পড়ার ঘটনাটি ঘটে। লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় কোন প্রান হানি ঘটেনি। তবে দোকানের মালামালের তি হয়েছে। গত কয়েক দিন ধরে বৃষ্টিপাতের কারণে মাটি নরম হওয়ার কারণে শহরের রির্জাভ বাজার আব্দুল আলি একাডেমি এলাকার রাস্তার পাশে থাকা বাঁশ ও কাঠের তৈরী দোকান ঘরের খুটিগুলো ঝুকিপূর্ন হয়ে উঠে। বলে জানা গেছে।


রাঙামাটি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, ধসে পড়া দোকান ঘরগুলো ছিল অনেক পুরানো জরাজীর্ণ। কাপ্তাই লেকের পাড়ে পাহাড়ের চুড়ায় রাস্তার পাশে সারিবদ্ধ অনেক পুরানো দোকানগুলোর খুটিগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল। একারনে খুটি ভেঙ্গে দোকান ঘরগুলো ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে কোন প্রাণ হানী ঘটেনি। দোকানের মালামাল নষ্ট হয়েছে বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত