৩৩৩ নাম্বারে ফোনে সাজেকে খাদ্য সহায়তা পৌছে দিলেন বাঘাইছড়ি ইউএনও

Published: 05 Jul 2021   Monday   

সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ও কঠোর লকডাউন পালিত হচ্ছে। দূরপাল্লা ও অভ্যন্তরিন যানচলাচল বন্ধ থাকায় পরিবারের ৮ সদস্যকে নিয়ে  চরম বিপাকে পড়েন উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের সিজুগ ছড়া গ্রামের ৬ নং ওয়াডের  বাসিন্দা মুক্ত বিকাশ চাকমা।

 

খাদ্য সহায়তা চেয়ে ফোন করেন জরুরী  সহায়তা নম্বর ৩৩৩ নাম্বারে। ফোন পেয়েই ঢাকা থেকে যোগাযোগ করা হয় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শরিফুল ইসলামের সাথে খুদে বার্তায় জানানো হয়, খাদ্য সহায়তা চাওয়ার বিষয়টি, বার্তা পাওয়ার সাথে সাথে মুক্ত বিকাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। 

সিজুগ ছড়া এলাকাটি দূর্গম হওয়ায় মোবাইল নেটওয়ার্ক দূর্বল হওয়ায় দুইদিন পর স্থানীয় সাংবাদিক ওমর ফারুক (সুমনের) সাহায্য মুক্ত বিকাশ চাকমার সঙ্গে কথা বলে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়নের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌছে দেন।

খাদ্য সহায়তা পেয়ে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান মুক্ত বিকাশ চাকমা সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও ধন্যবাদ জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত