খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ

Published: 06 Jul 2021   Tuesday   

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে লক ডাউনের কারনে কর্মহীন অসহায়, গরীব ও দুস্থদের পাশে দাড়ালো  খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। 
 
জেলার খাগড়ছড়ি সদর, মাটিরাঙ্গা,গুইমারাসহ  ছয় উপজেলায়  তিন  হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  
 
জেলায় ৫ হাজার ৩ শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।।
 
মঙ্গলবার সকাল ৯ টায় খাগড়াছড়ি পৌর এলাকার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীভ অসহায়দের মাঝে খাদ্য তুলে দিয়ে বিতরণ কাজ উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান( প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
 
এ সময় তিনি বলেন, মহামারীর কারণে জেলার অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের মুখে হাসি ফুটাতে আমাদের এই কার্যক্রম চালু হয়েছে। জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যেমনি চান না, তেমনি আমরা চায় না, কেউ যেনো না খেয়ে না থাকে। সকলেই ভালোভাবে খেয়ে যেন জীবন যাপন করতে পারে।
 
তিনি আরও বলেন, সকল মানুষ করোনা থেকে রক্ষা পেতে নিরাপদে থাকতে হবে। সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। সকল প্রকার সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে এই পাহাড়ের মানুষ মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারবে। সচেতন না হলে এই মহামারী থেকে কেউ রক্ষা পাবেনা।
 
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০ কেজি, ডাউল ১ কেজি, পেয়াজ ১ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি ও আলু ২ কেজি। 
 
 
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, শুভ মঙ্গল চাকমা, এড. আশুতোষ চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ প্রমুখ।
 
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই


উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত