রোববার কাপ্তাইয়ে রাঙামাটি জেলা পরিষদের নতুন নিয়োগকৃত সদস্য থোয়াইচিং মারমা ও শান্তনা চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মংপষতভপড় কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি অরুন তালুকদার। বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না, জেলা পরিষদে নতুন নিয়োগকৃত সদস্য থোয়াইচিং মারমা ও শান্তনা চাকমা, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সাহাদাত হোসেন চৌধুরী, লাকি তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংহ্লা চিং মারমা, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্য প্রাণ কোম্পানীর প্রতিনিধি সুবর্ণ ভট্টাচার্য্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক দিপ্তীময় তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন রঞ্জিত তঞ্চঙ্গ্যা রাজিব।
জেলা পরিষদের সদস্যরা তাদের বক্তব্যে জনগণের সেবা, দারিদ্র বিমোচন, এলাকার উন্নয়ন ও নারী অধিকার আদায়ের উপর গুরুত্ব দেওয়া হবে। তারা আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এলাকার দুঃস্থদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবার আশা ব্যক্ত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.