খাগড়াছড়ির দীঘিনালায় আন্তজার্তিক নারী র্নিযাতন প্রতিরোধ দিবস পালিত

Published: 25 Nov 2021   Thursday   

“অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড : নারীর প্রতি সহিংসতা বন্ধের এখনই সময়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং তৃনমূল উন্নয়ন সংস্থার, আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ  প্রকল্পের  যৌথ আয়োজনে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস  পালন  করা হয়েছে ।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দীঘিনালা উপজেলা  আলহাজ¦ মোঃ কাশেম, চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,  মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, সহকারী শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা, ৪ নং দীঘিনালা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান চাকমা প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর উপর সহিংসতা বা নির্যাতন কেবল আজকের বিষয় নয়। যুগ যুগ ধরে সহিংসতা চলে আসছে। তবে পূর্বের তুলনায় বর্তমানে এ সহিংসতা বৃদ্ধি পাওয়ায় তা আলোচনায় চলে আসে। কোভিড -১৯ এ সময় এ সহিংসতা এমনভাবে বেড়ে গেছে যা কল্পনাতীত।  এ দৃশ্য কেবল বাংলাদেশে নয়, এ দৃশ্য বিদেশের দেশ গুলোতে ও অভাব-অনটনের কারণে পরিবার ও সমাজে  এ সহিংসতার বৃদ্ধি পরিলক্ষিত হয় যা কোভিড-১৯ এর মতো ছায়া মহামারী হিসেবে গন্য করা হচ্ছে।

 

বক্তারা আরো বলেন, যেহেতু নারী নির্যাতন সাধারণত  পুরুদের দ্বারা সংঘটিত হয়, তাই পুরুদের বিবেকবান হওয়ার আহব্বান জানান । আর নারীদের উপর যে সহিংসতা বা নির্যাতন সংঘটিত হয়  এ ক্ষেত্রে প্রতিরোধ করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং পুরুষদেরকে ও  দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এগিয়ে আসতে হবে।  পাশাপাশি নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারী অধিকারের উপর সচেতন হওয়ার আহববান জানান বক্তারা।

 

উল্লেখ্য যে, খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “তৃনমূল” আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ  প্রকল্পের দীঘিনালা উপজেলায় ৩০টি কিশোরী ক্লাব নিয়ে কাজ করছে । এতে কিশোরীদের যথেষ্ট সচেতনতা বৃদ্ধি পেয়েছে ।  পাশাপাশি স্বাস্থ্য সেবা গ্রহণসহ মাসিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ও সচেতন হচ্ছে তারা ।
সভায় তৃনমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমার  সঞ্চালনা সভাপতিত্ব করেন দীঘিনালা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।


---হিলবিডি২৪/সম্পদনা/এই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত