নানান আয়োজনে রাঙামাটিতে বনভান্তের ১০৩ তম জন্ম দিবস পালন

Published: 08 Jan 2022   Saturday   

দেশের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৩ তম জন্ম দিবস শনিবার নানান আয়োজনর মধ্য দিয়ে পালিত হয়েছে।


রাজ বন বিহার মাঠে আয়োজিত ধর্ম সভায় ধর্মপোদেশ দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির প্রমূখ। এতে উপস্থিত ছিলেন রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানসহ অন্যান্য প্রমুখ। বিশেষ প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসা। এর আগে অনুষ্ঠান শুরুতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় সভা। অনুষ্ঠানে কয়েক হাজার পূর্নাথী অংশ নেন।


এর আগে বুদ্ধ পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার, পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, পিন্ড দান, পুষ্পাঞ্জলি উৎসর্গ, বিশ ¦শান্তি প্যাগোডার উদ্দেশ্যে দানসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠাে এদিকে বনভান্তের জন্ম দিবস উপলক্ষে রাত ১২টায় রাজ বন বিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাখা বনভান্তের মরদেহে পুষ্পমাল্য অপর্ন করেন বৌদ্ধ ভিক্ষুরা। পরে ভোর ৬টায় রাঙামাটি রাজবন বিহার দেশনালয়ে বনভান্তের জন্ম দিবসে ১০৩ পাউন্ডের ওজনের কেক কাটেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন শত শত হাজার পুণ্যার্থী। এরপর জন্ম দিনের ফেস্টুন ও রঙ-বেরঙের বেলুন উড়ানো হয়। সকালের দিকে শত শত ভক্ত ও পূর্নার্থীরা বিশেষ কফিনে রাখা বনভান্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


উল্লেখ্য, আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত