রাঙামাটির ভেদভেদি লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে বাংলা নববর্ষ ১৪২২ বঙ্গাব্দ উপলক্ষে বুধবার প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে।
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের সভাপতি ড. আলোরানী আইচ-এর সভাপতিত্বে প্রার্থনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অমর দে, যোগাশ্রমের সাধারণ সম্পাদক মাধব চক্রবর্তী, কুশল চৌধুরী, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী পুলক দে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের যুগ্ন সম্পাদক অরুপ মুৎসুদ্দি। এর আগে পরিষদের সদস্যদেরকে যোগাশ্রমে পৌঁছালে যোগাশ্রমের কমিটি ফুল দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ধর্ম মানুষকে অনেক পরিবর্তন করে। ধর্মের নীতি মেনে চলে সমাজ ও দেশের মানুষের কল্যাণ ঘঠাতে পারলে মানুষের কর্মময় জীবন স্বার্থক হয়। বক্তরা বলেন, দেশে কিছু জঙ্গীবাদী ধর্মকে পুজি করে দেশে অশান্তকর পরিবেশ সৃষ্টি করে। এসব জঙ্গীবাদদের আমাদের সমাজ থেকে চিহ্নিত করে দমন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.